জি এম জাকির হোসেন :
সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপের লাউডোব বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য এবং বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন এসএমসি সদস্য ও ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, প্রাপ্তন ইউপি সদস্য সুনিত সরকার, এসএমসি সদস্য শেখর রায়, দেবাশীষ রায়, বুড়িরডাবুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিদ্যুৎ কবিরাজ। অন্যানের মধ্য বক্তৃতা করেন ইউপি সদস্য বিভাস, স্বেচ্ছাসেবক লীগনেতা বিপ্লব মন্ডল, শিক্ষার্থী তানিয়া খাতুন, রাখি সরকার প্রমুখ। সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ করেন।